স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুরে ছুটির দিনে ব্যাংকের ভেতর থেকে প্রবাসীর স্ত্রীসহ দায়িত্বরত আনসার সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। গতাকল শনিবার বেলা ১১টার দিকে বাজারে অবস্থিত রূপালী ব্যাংক পিএলসি মোমিনপুর শাখা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক আনসার সদস্য হেলাল হোসেন (২৫)। তিনি ব্যাংকের ওই শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্বরত ছিলেন। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে অভিযুক্ত আনসার সদস্য হেলালের নামে সদর থানায় মামলা দায়ের করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যাংকের গেটের সামনে এক নারীকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাকে জিজ্ঞাসাবাদ করতে শাখার ভিতরে গেলে বিষয়টি আরও রহস্যজনক মনে হয়। পরে ব্যাংকের ভিতরে প্রবেশ করে আনসার সদস্য হেলালসহ ওই নারীকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।
আটক নারী জানান, তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী রাজুর স্ত্রী। তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে হেলালের সঙ্গে তার ইমোতে যোগাযোগ ছিল এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রূপালী ব্যাংক শাখায় আসার সুবাদে তাদের মধ্যে পরিচয় ও সম্পর্কের সূত্রপাত ঘটে।
আনসার সদস্য হেলাল বলেন, “ওই নারী আমার পূর্ব পরিচিত। সে ব্যাংকে টাকা আছে কি-না দেখতে চায়, তাই সে আমার সঙ্গে এসেছে।”
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মেয়েটির সঙ্গে আনসার সদস্যের কথা হতো। আজ (শনিবার) ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকায় মেয়েটি দেখা করতে এসেছিল বলে জেনেছি। কোন অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটেনি। ব্যাংক বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা আনসার ভিডিপির উর্ধ্বতন কর্মকর্তারা থানাতে এসেছেন। বিষয়টি আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তিনি নিয়মবহির্ভুত কাজ করেছেন বলে জেনেছি। আমাদের নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
মোমিনপুরে ছুটির দিনে রুপালি ব্যাংকের মধ্যে থেকে প্রবাসীর স্ত্রীসহ দায়িত্বরত আনসার সদস্য আটক
