দর্শনায় ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

দর্শনা অফিস
দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত দুই দিনে দর্শনা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদক উদ্ধার করা হয়। আটক ৩ মাদক ব্যবসায়ী হলেন- রিনা বেগম (৩৮), আশরাফুল ইসলাম চঞ্চল (৩৮) ও ইস্রাফিল হোসেন (৪৫)। উদ্ধাকৃত মাদকের মধ্যে রয়েছে ৩২৫ পিচ ইয়াবা, ৩ কেজি গাঁজা, ১টি মোটরসাইকেল ও ১টি ডিজিটাল ওজন মেশিন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয় থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে ও এসআই (নিঃ) মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী রিনা বেগমকে (৩৮) ৩ কেজি গাঁজা ও একটি ডিজিটাল ওজন মেশিনসহ আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা এবং ওজন মেশিনটির মূল্য প্রায় ৩ হাজার টাকা। আটককৃত রিনা বেগম দর্শনা আজমপুর মহল্লার আলম হোসেনের স্ত্রী।
একই দিন রাত ১১টা ৫৫ মিনিটে, দর্শনা পৌরসভার কেরুজ মিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম চঞ্চল (৩৮) কে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আটক আশরাফুল ইসলাম চঞ্চল দর্শনা কেরুজ মিলপাড়া এলাকার আতর আলীর ছেলে।
গতকাল শনিবার রাত ১টা ৫০ মিনিটে দর্শনা প্রেসক্লাবের সামনে রাস্তা থেকে ইস্রাফিল হোসেন (৪৫) কে ৩০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা এবং মোটরসাইকেলের মূল্য প্রায় ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃত ইস্রাফিল হোসেন দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশনপাড়ার লিয়াকত আলী মন্ডলের ছেলে।
দর্শনা থানা পুলিশ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *