স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ও বুক স্টলের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ্য প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রধান অতিথি উপস্থিত থেকে ২দিন ব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে সদস্য সংগ্রহ পক্ষ পালন করছি। তারই অংশ হিসেবে আমাদের কার্যক্রম। জামায়াতের কর্মীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, সুশৃংখল, আদর্শবান, দেশপ্রেম ও সৎ চরিত্রের গুণাবলী অর্জন করতে হবে এবং সেই সাথে মানবতার কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করতে হবে।
তিনি আরো বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত দেশ গড়তে জ্ঞানের বিকল্প নেই। তাই আসুন আমরা স্টল থেকে বই সংগ্রহ করি ও অন্যকে বই পড়তে উদ্বুদ্ধ করি।
চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাড. হাসিবুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা প্রচার বিভাগের সচিব হুমাউন কবীর শান্ত, পৌর জামায়াতের নায়েবে আমীর আনোয়ার হোসেন, সেক্রেটারি মোস্তফা কামাল, পৌর অফিস সম্পাদক আবু জায়েদ আনসারী, শিক্ষক ফেডারেশনের পৌর সভাপতি মতিউর রহমান, ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা নুরুজ্জামান, ৫নং ওয়ার্ডের সভাপতি আমিরুল ইসলাম ও ৮নং ওয়ার্ড সভাপতি গাজী আনাস প্রমুখ।
চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ও বুক স্টলের উদ্বোধনদুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত দেশ গড়তে জ্ঞানের বিকল্প নেই অ্যাড. রাসেল
