নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হলো
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার অন্তরগত দামুড়হুদা উপজেলার ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা সেক্রেটারী আবেদুদ্দৌলা টিটোনের পরিচালনায় গতকাল শনিবার বিকাল ৪টায় মোক্তারপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে আমির রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে সকলের নিকট ভোট চাইতে হবে এমন কোন মানুষ নেই যেই মানুষের কাছে ভোট চাওয়া হয়নি এমন হবে না, বরঞ্চ একাধিক বার চাওয়া হয়েছে তার মুখ থেকে বের হতে হবে। সাধারণ মানুষের সাথে আমাদের সাধারণ বৈঠক করতে হবে। খ্রিষ্টান পল্লীতে, হিন্দু পাড়ায়, গুচ্ছো পাড়ায়, হঠাৎ পাড়ায়, জনসাধারণের সাথে সাধারণ সভা ও উঠান বৈঠক করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওঃ আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, তা’য়ালিমুল কুরআনের সভাপতি মাওঃ মহিউদ্দিন, দামুড়হুদা উপজেলা নায়েবে আমির মাওঃ আব্দুল গফুর, সহকারী সেক্রেটারী আবুল বাশার, রফিকুল ইসলাম জিয়া যুব বিভাগের সভাপতি হাফেজ মাওঃ আব্দুল খালেক ওলামা বিভাগের সভাপতি মাওঃ শামসুল হক সহ আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন আমির মাও আবুল কাশেম, হাউলী ইউনিয়ন আমির ওবায়দুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আমির আবু হানিফ, নাটুদাহ ইউনিয়ন আমির শামসুজ্জোহা নতিপোতা ইউনিয়ন সভাপতি ইসমাঈল হোসেন জুড়ানপুর ইউনিয়ন সভাপতি শামীমুল হক ঝন্টু সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করেন দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী।
