মেহেরপুর অফিস:
মেহেরপুর সরকারি উ”চ বিদ্যালয় মাঠে বানিজ্য মেলা বন্ধ ও ব্যবসায়ীদের লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে বড় বাজারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বড় বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও বড় বাজার ব্যবসায়ী সমিতি এ কর্মসূচি পালন করছে। গতকাল শনিবার দুপুর থেকে এ অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এ ধর্মঘটের কারণে সাধারণ মানুষ রয়েছে ভোগান্তিতে।
সড়কে টায়ার জ্বালিয়ে বড় বাজার চার রাস্তার মোড়ে ব্যবসায়ীরা একত্রিত হয়। এ সময় মেলা বন্ধ ও ব্যবসায়ীদের লাঞ্ছনার প্রতিবাদে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় ব্যবসায়ীরা।
মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু জানান, মেহেরপুর সরকারি উ”চ বিদ্যালয়ে বানিজ্য মেলা হবে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি। কিš‘ বড় বাজার ব্যবসায়ী সমিতির সাথে মেলা কমিটির কোন আলোচনা হয়নি। তাই বড় বাজার ব্যবসায়ী সমিতির একটি প্রতিনিধি আজ শনিবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে কিছু দূর্বৃত্ত তাদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। যার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে রাস্তায় নেমেছে। ব্যবসায়ীদের দাবি বানিজ্য মেলা বন্ধ করতে হবে। যারা ব্যবসায়ীদের লাঞ্ছিত করেছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যব¯’া করতে হবে। তা না হলে ব্যবসাীদের এ ধর্মঘট প্রত্যাহার করা হবে না।
