শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দর্শনা অফিস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে দর্শনার ছাত্রসমাজ ও স্বদেশপ্রেমী জনগণের আয়োজনে দর্শনা শহীদ শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দর্শনা বাসস্ট্যান্ড বক চত্বরে গিয়ে সমবেত হয়। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন, লীগ ধর জেলে ভর, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগানে এলাকা প্রকম্পিত করেন। আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, তুমি কে আমি কে—হাদী হাদী, বিচার চাই, হাদী হত্যার বিচার চাই, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, ছাত্রলীগের ঠিকানা এই দেশে হবে না, একশন একশন ডাইরেক্ট একশন’সহ নানা প্রতিবাদী স্লোগান দেয়।
বক্তারা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, পদত্যাগ দাবি করেন এবং শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। তারা বলেন, খুনিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ সময় বক্তারা চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন গড়িমসি করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ড চালানো সত্ত্বেও জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে না।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল আলম অপু, চুয়াডাঙ্গা জেলা ছাত্র সমন্বয়কের যুগ্ম আহ্বায়ক তানভির রহমান অনিক, যুবদল নেতা নাসীর উদ্দীন খান হাসু, দর্শনা পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ, দর্শনা ছাত্রশিবিরের সভাপতি লোকমান হোসেন, রিফাত, সোহানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *