মেহেরপুর অফিস
জুলাই যোদ্ধা ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার বাদ জুম্মা মেহেরপুর শহরের কোর্ট মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীরৈ সেক্রেটারি ইকবাল হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, এনসিপি মেহেরপুর জেলা মুখ্য সমন্বয়ক শাকিল আহমাদ, খেলাফত মজলিস জেলা সাধারণ সম্পাদক আব্দুল গাফফার সহ জুলাই ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। মিছিলে ভারতীয় আগ্রাসন বিরোধী এবং হাদীর বিচারের দাবিতে স্লোগান দেয় অংশগ্রহণকারীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জুলাই স্মৃতিস্তম্ভের কাছে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খানসহ বক্তব্য রাখেন অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা জুলাই চেতনাকে ভূলন্ঠিত করার প্রয়াস চলছে বলে অভিযোগ করেন। এ সময় দ্রুত হাদি হত্যাকারীদের গ্রেফতার এবং এর পিছনে পরিকল্পনাকারীদের তদন্তের মাধ্যমে মুখোশ উন্মোচনের দাবি জানানো হয়। আগামী নির্বাচনকে বানচালের লক্ষ্যেই এই ধরনের কর্মকাণ্ড করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এই সুযোগে এক পক্ষ মিডিয়ায় হামলার মাধ্যমে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বক্তারা। কর্মসূচিতে জুলাই ঐক্য পরিষদের সমর্থকরা অংশগ্রহণ করেন।
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ



