আলমডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলীর ইন্তেকাল

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এক্সচেঞ্জ পাড়ার জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আইয়ুব আলী গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১পুত্র ১ কন্যাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। আইয়ুব আলীর আকস্মিক মৃত্যুতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
গতকাল দুপুর ২টার দিকে জান্নাতুল মেওয়া গোরস্থানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার  আব্দুল্লাহ আল মামুন, সাবেক পৌর বিএনপি সভাপতি আনিসুর রহমান, বিএনপি নেতা গোলাম মোস্তফা বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ। জানাজা নামাজ পড়ান মরহুমের একমাত্র সন্তান তামজিদ হাসান আবীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *