স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেডক্রিসেন্ট ইউনিট চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচিত নেতৃবৃন্দ স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে রেডক্রিসেন্ট ইউনিট চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিটের জেলা শাখার সেক্রেটারী হামিদুর রহমান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ। এছাড়াও আগামীদিনে রেডক্রিসেন্টের কার্যক্রমকে কিভাবে গতিশীল করা যায় সেই বিষয়ে আলোচনায় অংশ নেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃ সিরাজুল ইসলাম মনি, মোঃ সেলিমুল হাবিব সেলিম, অ্যাড. এম.এম. শাহজাহান মুকুল, মোঃ আরিফ হোসেন জো: সোনা, মোঃ মফিজুর রহমান মনা, মোঃ আল মাসুম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, রেডক্রিসেন্ট চক্ষু হাসাপাতাল একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দানে এ প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। তবে বিগত দিনে এ প্রতিষ্ঠানের কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। এমবিবিএস ডাক্তার ও বিশেষজ্ঞ ডাক্তার নেয়। একজন কোয়াক ডাক্তার দিয়ে প্রতিদিন রোগী দেখানো হয়। সপ্তাহে একজন ডাক্তার চোখের অপারেশন করে। ভালোমানের সেবা না পেয়ে রোগী অনেক কমে গেছে। বক্তারা ভালো মানের দুই জন ডাক্তার এনে হাসপাতাল পরিচালনার তাগিদ দেন। সেই সাথে অর্থিক অনিয়ম যাতে না হয় সেটাও নতুন কমিটিকে দেখার অনুরোধ রাখেন সম্পাদকবৃন্দ।
হাসপাতাল সুত্র জানায়, ১৫০ টাকার বিনিময়ে রোগীরা চোখের চিকিৎসা নিয়ে থাকে। এছাড়াও সপ্তাহে একদিন ৪ হাজার টাকার বিনিময়ে লেন্সসহ চোখের ছানি অপারেশন করা হয়। এর বাইরে জাতীয় দিবসে মাঠে ও ময়দানে রেডক্রিসেন্ট সোসাইটি ফ্রি মেডিকেলে ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা দিয়ে আসছে।
রেডক্রিসেন্ট ইউনিট চুয়াডাঙ্গা শাখার নেতৃবৃন্দের সাথে স্থানীয় পত্রিকার সম্পাদকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত



