দর্শনায় নিহত দুই শ্রমিকের পরিবার পেল শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান

দর্শনা অফিস
চুয়াডাঙ্গা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দর্শনায় নিহত দুই শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মৃত আসলাম ড্রাইভারের স্ত্রী ও মৃত কালু ড্রাইভারের স্ত্রীর হাতে সংগঠনের কল্যাণ তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বাস মালিক কমিটির সভাপতি এম জেনারেল ইসলাম, সহ-সভাপতি মোসা. করিম ঠান্ডু ও রফিকুজ্জামান রানা, সাধারণ সম্পাদক হাজী রিপন মন্ডল, সহ-সম্পাদক মিরাজুল ইসলাম নান্টু, কোষাধ্যক্ষ সাহাজুল ইসলাম মন্টু, দর্শনা থানা শাখার সভাপতি আলমগীর হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এম জাকারিয়া জাকিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকা সংগঠনের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের মানবিক ও সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *