চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ মহড়া সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে কুচকাওয়াজ মহড়া সম্পন্ন হয়েছে। গতকাল দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত কাওয়াজ মহড়া পরিদর্শন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। এছাড়া উপস্থিত ছিলেন এনডিসি আলাউদ্দিন আল আজাদ, এ.এস.এম  আব্দুর রউফ, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, রউফুননাহার রিনা ও জেলা নাজির আবু শাহিলুল্লাহ সহ কুচকাওয়াজ  পরিচালনা কমিটির সদস্যবৃন্দ । প্যারেড কমান্ডার চুয়াডাঙ্গা পুলিশের আর আই  খসরুল আলমের তত্ত্বাবধানে কুচকাওয়াজ ও মার্চপাস মহড়া অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজ মহড়ায় এ বছর ৬২টি দল অংশ গ্রহন করবে। ক,খ ও গ বিভাগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের দল সমুহ অংশগ্রহণ করে। মহড়া শেষে মাঠে আগত সকল দলের দলনায়ক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নয়ন কুমার রাজবংশী কথা বলেন। তিনি বলেন মাঝে এখনো একটি দিন আছে মার্চ আছে যাদের কিছুটা লিকেজ আছে এ দুইদিনে অনুশীলন করে সেরে নিতে হবে। এছাড়া স্ব-স্ব প্রতিষ্ঠানের নির্ধারিত ড্রেস পরিষ্কার-পরিচ্ছন্ন করে পরিধান করে আসতে হবে।  নির্ধারিত সময়ে ১৬ ডিসেম্বর  সকাল ৮টার আগেই মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। যতটা পরিপাটি ও সুন্দর করা যায় সেটির দিকে খেয়াল রাখতে হবে। যথাযোগ্য মর্যাদায় দিবস টি উদযাপনের  জন্য সকলের সার্বিক সহায়তা কামনা করেন। তিনি আরো বলেন, যে সকল দল কুচকাওয়াজ মহড়ায় অংশ গ্রহণ করেননি ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের মুল পর্বে অংশগ্রহণ করতে দেয়া হবে না।
কুচকাওয়াজ ও মাঠ পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম মনি, সেলিমুল হাবিব সেলিম, ইসলাম রকিব, হাফিজুর রহমান, ফিরোজ উদ্দিন, আব্দুল হাই, শামসুন্নাহার শিলা,  রিপা শাহরিয়ার, বিলকিস নাহার, আইরিন ইসলাম, সোহেল আহমেদ মালিক সুজন, মতিয়ার রহমান মিশর, জুয়েল মাহমুদ প্রমুখ। কুচকাওয়াকাজ মহড়ায় ধারাভাষ্য প্রদান করেন নুসরাত জাহান করবী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *