স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার গোরস্থান পাড়া নিবাসী বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা মরহুম আব্দুল হালিম এর সহধর্মিনী নাজমুন্নেসা(৭৯) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল রোববার বেলা ১২টায় চুয়াডাঙ্গা ইম্প্যাক্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম নাজমুন্নেসা বাংলাদেশ রেলওয়ের পরিচালক নাহিদ হাসান খান নিপু, নাজমুল হাসান তপু, হাসিবুল হাসান অপু, শিখা, সীমা, নীলা ও চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার শিলার মা ।
মৃত্যুকালে মরহুমা নাজমুন্নেসা ৪ কন্যা ৩ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ১০ টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থান সংলগ্ন মসজিদে নামাজে জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। নামাজে জানাজাটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদের ইমাম মুফতি মামুনুর রশিদ। মরহুমার জানাজায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সম্পাদক শরিফুজ্জামান শরীফ, ডা: সাইফুল কবীর জিপু, চুয়াডাঙ্গার দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব পারভেজ, সাবেক সাধারন সম্পাদক ইবরুল হাসান জোয়াদ্দার ইবু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম সহ মরহুমের নিকটতম আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।


