স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টূর্নামেন্ট -২০২৫ শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিদুল জোয়ার্দ্দার। আইপিএল পদ্ধতিতে আয়োজিত ১২ ওভারের উদ্বোধনী দিনের এ খেলায় রেড ঈগলসকে ৩ উইকেটে হারিয়ে দুরন্ত একাদশ জয়লাভ করে।
এই টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে। আজ রোববার একই মাঠে মুখোমখি হবে বাংলা টাইগার্স ও ইয়াং স্টার রাইডার্স। টুর্নামেন্টের পঞ্চম দলটি বেস্ট ফিফটিন।
খেলা পরিচালনা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী দিনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির দপ্তর সম্পাদক আসলাম উদ্দিন, বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশাবুল হক ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদশা ।
খেলা পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা। ফয়সাল ব্যাপারীর সার্বিক সহযোগিতায় ইমরান হোসেন ও মাসুম রানা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। উদ্বোধনী খেলায় বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।



