স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মামলা তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেফতার কার্যক্রম পর্যালোচনা করেন। এসময় তিনি পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়াও থানা ও ক্যাম্প এলাকায় অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিয়মিত ও কার্যকর পুলিশি টহল বৃদ্ধি করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সাধারণ জনগণ যেন হয়রানি ছাড়াই দ্রুত ও প্রত্যাশিত পুলিশি সেবা পায় তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, প্রত্যেক ইউনিয়নে নিয়মিত বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজনসহ সর্বস্তরের মানুষের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভার মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জবৃন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



