স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলা মামলার আসামী সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে চারটি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদুকে তিনটি গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের (প্রথম) আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম অন্য চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর তাদেরকে কড়া পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে আদালত চত্বরে পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে। আসামীপক্ষের আইনজীবী সেলিম উদ্দিন খান জানান, রিয়াজুল ইসলামকে চারটি ও শরীফ হোসেনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী রোববার গ্রেপ্তারকৃতদের জামিনের প্রার্থনা করা হবে। সম্প্রতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও শরীফ হোসেনকে ঢাকায় অন্য একটি মামলায় ডিএমপি পুলিশ গ্রেপ্তার করা করে।
চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও সাবেকছাত্রলীগ সভাপতি শরীফ হোসেন দুদুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ



