আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নে অ্যাড. রাসেলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি  অ্যাড. মাসুদ পারভেজ রাসেল গতকাল বুধবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের কুটিপাড়া, হোসেনপুর, বলেশ্বরপুর ও ছয়ঘরিয়া গ্রামে গণসংযোগ, পথসভা ও কুশল বিনিময় করেন।

পথসভায় অ্যাড. রাসেল বলেন, দুর্নীতি আর দুঃশাসন আমাদের দেশকে বহুদূর পিছিয়ে দিয়েছে। ভয় ভীতি আর অনিশ্চয়তার পরিবেশ দূর করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা হবে। ন্যায়, ইনসাফ ও সৎ নেতৃত্বের মাধ্যমে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও মানবিক দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আপনাদের মূল্যবান ভোটে যদি দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে পারেন, তাহলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট সুবিধা ও তরুণদের কর্মসংস্থানে যুগোপযোগী পরিবর্তন আনা হবে। দারিদ্র্য বিমোচন, নারীর অধিকার সুরক্ষা, নিরাপদ আবাসন ও আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলাকে তাঁর রাজনৈতিক অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম,

আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজাসহ অনেকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *