স্টাফ রিপোর্টার
দামুড়হুদা হাউলি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ডুগডুগি বাজারে পথসভা ও অফিস উদ্বোধন করেন জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর মো. রুহুল আমিন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার ওয়ার্ড সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
জামায়াত ক্ষমতায় গেলে দখলদারিত্বের অবসান ঘটবে এবং আগামী নির্বাচনে বিজয়ী হতে পারি, তাহলে গত ৫৪ বছর ধরে মানুষের ওপর চলমান জুলুম-নির্যাতন, হাট-বাজার দখলদারিত্বসহ সকল অনৈতিক কার্যক্রমের পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। প্রশাসনের ভাইদের আমরা বলেছি রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা যাবে না। যারা ফৌজদারি অপরাধ করবে তাদের বিচার অবশ্যই হবে, কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করলে আমরা তা সহ্য করবো না এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, উপজেলা আমীর নায়েব আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুল গফুর, উপজেলা সেক্রেটারি আবেদ-উদ-দৌলা, সহ-সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া ও আবুল বাশার, কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, হাউলি ইউনিয়ন আমীর ওবায়দুল হক, আব্দুল গাফফার, সহ-সেক্রেটারি জাহাঙ্গীর আলম টিক্কা, ডা. ইব্রাহিম, আব্দুল লতিফ, ইসমাইল এবং নুর হাকিমসহ বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও নারী-পুরুষ উপস্থিত ছিলেন।



