জীবননগর অফিস
জীবননগরে সমবায় সমিতির প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টা থেকে উপজেলা সমবায় কার্যালয়ে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, প্রাণী সম্পদ অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা জুয়েল শেখ, চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসের সরজমিনে পরিদর্শক নার্গিস আক্তার ও ইদ্রিস আলী। দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির নারী পুরুষ সমবায়ী সদস্যরা অংশ গ্রহণ করেন।
জীবননগরে সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ



