ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ারের শ্রেষ্ঠ বিভাগীয় পুরস্কার পেলেন খুলনা বিভাগ

আলমডাঙ্গা অফিস
ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে ২০২৫ উপলক্ষে ভিএসও বাংলাদেশ আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ বিভাগীয় পুরস্কার অর্জন করেছে খুলনা বিভাগের যুব ফোরাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত জমকালো আয়োজনে খুলনা বিভাগীয় যুব ফোরামকে সেরা ‘ভলেন্টিয়ার অর্গানাইজেশন’ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন খুলনা বিভাগীয় যুব ফোরামের সভাপতি এবং আলমডাঙ্গার কৃতি সন্তান আসাদুজ্জামান লিমন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৩৫০ জন স্বেচ্ছাসেবক এই আয়োজনে অংশগ্রহণ করেন। স্মারক গ্রহণ শেষে যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান লিমন বলেন এই অর্জন শুধু আমার একার নয় এটি যুব ফোরামের প্রতিটি স্বেচ্ছাসেবকের একত্রিত পরিশ্রম, আন্তরিকতা এবং ত্যাগের ফল। ভবিষ্যতেও যুব ফোরাম আরও সৃজনশীল, মানবিক ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এটাই আমাদের অঙ্গীকার। যুব ফোরামের পক্ষ থেকে জানানো হয়, এ সম্মাননা অর্জন খুলনা বিভাগের যুবসমাজকে আরও উৎসাহিত করবে, তাদের দায়িত্ববোধকে আরও দৃঢ় করবে এবং স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে ২০২৫ এ খুলনা বিভাগের এ সাফল্য আলমডাঙ্গা তথা সমগ্র অঞ্চলের জন্য গর্বের এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *