জীবননগর কেডিকে ইউনিয়নে বাবু খানের পক্ষে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
জীবননগর কেডিকে ইউনিয়নের খয়েরহুদা বিলপাড়ায় বাবু খানের পক্ষে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ লিফলেট বিতরণ করা হয়।
জানা গেছে, কেডিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খয়েরহুদা গ্রামের বিলপাড়ায় বাড়ি বাড়ি ও দোকানে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ বজলুর রহমান রহমান টুটু, সাধারণ সম্পাদক মোঃ রফিউল আলীম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ ঝন্টু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল হুদা, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মুন্সি, সহ-সভাপতি সাহাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম, মোঃ জাফর আলী (শিক্ষক) মোহাম্মদ তিতাস উর রহমান (শিক্ষক), যুবদল নেতা উজ্জ্বল এবং ছাত্রদলের নিশান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *