স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসরের নামাজের পর জেহেলা ইউনিয়ন বিএনপির আয়োজনে মুন্সিগঞ্জ পানের হাটে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেহেলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেদুজ্জা মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামের এক প্রতীক। দেশনেত্রীর অবস্থা দেখে আমরা উদ্বিগ্ন। আমরা আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি। আজকের এই দোয়া মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। দেশের মানুষ জানে, অন্যায়ভাবে তাকে কারাবন্দি করা হয়েছিল, তার চিকিৎসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছিল। তবুও তিনি ধৈর্য ধরে আছেন দেশের মানুষের জন্য।
তিনি আরও বলেন, আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা দেশের পক্ষে, মানুষের পক্ষে। আমাদের রাজনীতির ভিত্তি প্রতিহিংসা নয়, সেবা। বেগম খালেদা জিয়া সবসময় বলেছেন শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র এ তিন বিষয়ের ওপর দাঁড়িয়েই বাংলাদেশ এগোতে পারে। আজ আমরা সেই পথেই হাঁটছি। আপনাদের ঐক্যই আমাদের শক্তি। সামনে কঠিন সময় আসবে, কিন্তু আমরা ভয়ের কাছে হার মানব না। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে আরও সুসংগঠিত করতে হবে। মানুষের ঘরে ঘরে যেতে হবে, তাদের কথা শুনতে হবে। দেশের এই সংকটময় সময়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব আরও বেড়ে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেহেলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক স্বরাজ, জেলা যুবদলের সদস্য শমসের আলী সমে, ইউনিয়ন যুবদল নেতা আবিদ, রুবেল মেম্বার, রনি, আবু সাইদসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ জেহেলা ইউনিয়ন সাধারণ মানুষ। দোয়া মাহফিল পরিচালনা করেন সোনাতন জামে মসজিদের পেশ ইমাম আতিয়ার রহমান।



