ঝিনাইদহ অফিস
ঝিনাইদহ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মাহফুজ আফজালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা। একই সঙ্গে জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা অংশ নেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা ঝিনাইদহ জেলার সার্বিক চিত্র, চলমান পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার বাস্তবতা তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল সাংবাদিকদের মতামত ও পরামর্শ মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় বক্তব্য রাখেন, ৭১ টেলিভিশনের রাজিব হাসান, সমকাল ও ডিবিসি নিউজের শাহরিয়ার রকি, ইনকিলাবের সম্রাট হোসেন, খোলা কাগজের টিপু, ইত্তেফাকের শাহানুর আলম, বাংলা বর্ণের জাহিদুজ্জামান জাহিদ, এস এম রাইহান উদ্দিন, ইন্ডিপেন্ডেন্টের বিমল সাহা, বাংলাদেশ খবরের দেলোয়ার কবির, দ্য ডেইলি স্টারের ওমর আলী সোহাগ, নবচিত্রের সম্পাদক শহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বাংলাদেশ প্রতিদিনের রুহুল আমিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল এবং ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবুল।
আলোচনা শেষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ মতামতের জন্য সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



