মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযুদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, জেলা মুক্তিযােদ্ধা সংসদের আহবায়ক শামসুল আলম সোনা, উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-আজিজ, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন, বাঁশবাড়ীয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপনসহ সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সুধিজন বিভিন্ন সমসাময়িক ঘটনা ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।



