গাংনীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনীতে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযুদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, জেলা মুক্তিযােদ্ধা সংসদের আহবায়ক শামসুল আলম সোনা, ‎উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-আজিজ, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন, বাঁশবাড়ীয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপনসহ সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সুধিজন বিভিন্ন সমসাময়িক ঘটনা ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *