স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার ৩ থানার অফিসার ইনচার্জকে বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে ৩ জন পরিদর্শককে আনুুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় সহকর্মিদের হাতে স্মৃতি স্মারক প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা পুলিশ হতে সাতক্ষীরা জেলা পুলিশে বদলির আদেশপ্রাপ্ত হন। অপরদিকে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির চুয়াডাঙ্গা জেলা পুলিশ হতে মেহেরপুর জেলা পুলিশে বদলি হন। উক্ত বদলীজনিত কারনে গতকাল রবিবার বিকাল ৫টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী সহকর্মীদের শুভেচ্ছা জানিয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বিদায়ী পুলিশ সদস্যদের হাতে স্মৃতি স্মারক প্রদান করেন।
এসময় পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তাদের এক বছরের অধিক সময় ধরে জেলা পুলিশের আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীর, ডিআইও-১ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগণ।
চুয়াডাঙ্গার ৩ থানার অফিসার ইনচার্জকে বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত



