খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বেলায়েত সেনের চুয়াডাঙ্গা পুলিশ অফিস পরিদর্শন

স্টাফ রিপোর্টার
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বেলায়েত হোসেনের চুয়াডাঙ্গা পুলিশ অফিস বার্ষিক এবং হিসাব শাখা ষান্মাসিক পরিদর্শন করেছেন। গতকাল রবিবার সকাল ১০টায় তিনি চুয়াডাঙ্গা পুলিশ অফিস পরিদর্শন করেন। অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) পুলিশ অফিস প্রাঙ্গণে এসে পৌছুলে জেলা পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন।
জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল রবিবার সকাল ১০টায় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বেলায়েত হোসেন নির্বাচনী বিশেষ প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শেষ করে পুলিশ অফিসে বার্ষিক এবং হিসাব শাখা ষান্মাসিক পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত ডিআইজিকে পুলিশ অফিস প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ অফিসে কর্মরত সকল পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। সকলকে মনোযোগ সহকারে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম সম্পন্নসহ পেশাদারিত্বের সাথে পুলিশী সেবা প্রদানে আহব্বান জানান।
পরিদর্শনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *