স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়িয়া-হানুরবাড়াদী বহুমুখী দারুল কুরআন ক্বওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের উদ্যোগে ১১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাতে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা কমিটির সভাপতি মো. আইনাল হক (সেলু মেম্বার)-এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘গাড়াবাড়িয়া-হানুরবাড়াদী বহুমুখী দারুল কুরআন ক্বওমী মাদ্রাসা বহু বছর ধরে এই অঞ্চলের মানুষের জন্য যে আলোর পথ দেখাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। কুরআন-হাদিসের শিক্ষার মধ্যদিয়ে একটি নৈতিক, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা আমাদের সবারই দায়িত্ব। এ ধরনের ওয়াজ মাহফিল মানুষের মনুষ্যত্ব জাগ্রত করে, সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখে।’ দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অস্থিরতা কিংবা অর্থনৈতিক চ্যালেঞ্জ- যে অবস্থাই হোক না কেন, মানুষ তখনই টিকে থাকে যখন তার ভিত মজবুত থাকে। সে ভিত হলো ঈমান, নৈতিকতা ও সঠিক শিক্ষার আলো। কওমী মাদ্রাসাগুলো আমাদের দেশকে সেই আলোকিত প্রজন্ম উপহার দিচ্ছে।
শরীফ আরো বলেন, ‘আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়। এ এলাকার প্রতিটি মানুষের সমস্যা, কষ্ট ও প্রত্যাশা আমি জানি। রাস্তা-ঘাট, কৃষকের সমস্যা, শিক্ষার সুযোগ, চিকিৎসার অভাব- এসব সমাধানে আমি সবসময় কাজ করেছি এবং সামনে আরও দৃঢ়ভাবে কাজ চালিয়ে যেতে চাই। মাদ্রাসা শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং ধর্মীয় শিক্ষা বিস্তারের জন্যও আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছি। সমাজকে বিভক্তি নয়- ঐক্যের পথে হাঁটতে হবে। ধর্মীয় অনুষ্ঠানে এমন বিশাল সমাগম প্রমাণ করে, মানুষ আজও শান্তির বাণী শুনতে চায়, সত্যের পথে থাকতে চায়। বক্তব্যের শেষে শরীফুজ্জামান বলেন, ‘আমার ওপর আপনাদের যে আস্থা ও ভালোবাসা আছে, তা আমি কখনও ভুলবো না। আল্লাহ আমাকে তওফিক দিন যেন আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে পারি। এই মাদ্রাসার উন্নয়ন এবং এলাকার কল্যাণে সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।’
মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হালিম। দ্বিতীয় বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মো. ইকরামুল হক বেলালী (নেহালপুরী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইকরামুল হক ইকরা, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সদর উপজেলা যুবদলের সদস্য ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর আনারুল ইসলাম, সদস্য সেলু বিশ্বাস, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজিম হোসেন, মাদ্রাসা কমিটির সদস্য সচিব রাজু আহমেদ, আলিম উদ্দিন, বাবু, হাবলু, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল হাসান ও পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ।
চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় বার্ষিক ওয়াজ মাহফিলে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ



