স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলা সংস্থার আহবায়ক নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ মালিক সুজন , বাবু মুন্সী, সাংবাদিক ইসলাম রকিব , সাকিব বিশ্বাস ও ফাহিম উদ্দিন মুভিন। এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির আহবায়ক রিফাত আরা সকল সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। সরকার ঘোষিত উপজেলা ভিত্তিক যে কোনো ক্রীড়া অনুষ্ঠান পরিচালনার জন্য সকলকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান। একই সাথে তরুণ সমাজকে সৃষ্টিশীল ও সমাজ উন্নয়নমূলক কাজে উদ্বুদ্ধ করতে যেকোনো ধরনের সামাজিক কার্যক্রম ও শরীরচর্চা ভিত্তিক কাজে উৎসাহিত করার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ককে ফুলেল শুভেচ্ছা প্রদান



