স্টাফ রিপোর্টার
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চুয়াডাঙ্গা সার্কেল-এর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের সদস্যদের হাতে ৬৪ লাখ টাকার এই চেক তুলে দেওয়া হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক প্রদান করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক-উজ-জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘রাস্তায় কেউ যদি এক্সিডেন্টে কেউ মরে পড়ে থাকে, তবে কেউ এগিয়ে আসতে চাইনা। আইনি জটিলতার ভয়ে অনেকে এগিয়ে আসেনা। বাংলাদেশে যত দূর্ঘটনা ঘটে তার মধ্যে অধিকাংশ দূর্ঘটনার কারন মোটরসাইকেল। তার মানে হলো মোটরসাইকেল গুলো রাস্তায় সঠিক ভাবে চলছে না। প্রথম কথা হলো, অধিকাংশ মোটরসাইকেলের লাইসেন্স নাই, হেলমেট নাই। বেপরোওয়াভাবে চালাই অনেকে। একটু জায়গা ফাকা পেলেই গতি বেড়ে যায়। পুলিশ যদি এদের ধরে তবে অনেকে পুলিশের সাথে খারাপ আচরন করে। অনেকে বলে, আমার মোটরসাইকেল নিয়ে আমি মরব আপনাদের কি। বর্তমানে তো পুলিশ অনেক ধৈর্যের সাথে বিষয়গুলো পর্যবেক্ষণ করে। তিনি আরো বলেন, ‘সড়ক দূর্ঘটনা রোধে চালক এক যাত্রী উভকে সচেতন হতে হবে। একটা দূর্ঘটনায় পরিবারের কেউ মারা গেলে সেই পরিবারের অনেক ক্ষতি হয়, তারপর আবার সে যদি পরিবারের একমাত্র উপার্জনের মানুষ হয় তবে তো পরিবার টা রাস্তায় চলে আসবে। সরকার পরিবারটিকে আর কতটুকু সহায়তা করবে, সেই সহায়তায় সে বা কতদিন চলবে। তাই সকলে সতর্ক হোন তবেই দূর্ঘটনা রোধ করা সম্ভব।
বক্তব্য শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের থেকে তাদের দূর্ঘটনার বিষয়ে বিস্তারিত শোনেন এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। পরে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারকে ৬৪ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন । এ সময় ৫ লাখ টাকার চেক গ্রহন করেন রাশিদা বেগম, তামান্না খাতুন, শর্মিলা আক্তার তৃর্ষা, এ কে এম ইউসুফ হাসান, মাজেদা বেগম, আলিয়া বেগম, আরিফুজ্জামান, ফিরোজা খাতুন, আকলিমা খাতুন, জিনিয়া খাতুন, শরিফ উদ্দিন ও ইমরান আলী। এছাড়া ৩ লক্ষ টাকার চেক গ্রহন করেন তারিম বিন সায়াদ ও ১ লক্ষ টাকার চেক গ্রহন করেন শরিফুল ইসলাম পলাশ।
এসময় উপস্থিত ছিলেন- বিআরটিএ সহকারী পরিচালক লিটন বিশ্বাস, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল, বাস ট্রাক মালিক সমিতির সাদারণ সম্পাদক মঈন উদ্দীন মুক্তা, টিআই আমিরুল ইসলাম, মোটরযান পরিদর্শক নাহিদ হাসান প্রমুখ।
চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবাবরকে ৬৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান



