স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন বিএনপি আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে কেডিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৮ নম্বর কেডিকে ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনোয়ার হোসেন, সহ-সভাপতি বজলুর রহমান টুটু, সহ-সভাপতি জাহাঙ্গীর বেপারী, সাধারণ সম্পাদক রফিউল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাফুজ আহমেদ, ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, জেলা যুবদলের সহ-সভাপতি তানভীর আহমেদ রাজিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জীবননগর কেডিকে ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া



