মেহেরপুরের বাহাগুন্দা মৌজার আর এস দাগ অন্তর্ভুক্তির গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন

মেহেরপুর অফিস
মেহেরপুর জেলায় নবগঠিত ৯৭ নং মৌজায় গাংনী উপজেলার ৫০ নং বাহাগুন্দা মৌজার ১-১২৫৬ আর এস দাগ অন্তর্ভুক্তির গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গাংনী উপজেলার বাহাগুন্দা গ্রামবাসীর উদ্যোগে বাহাগুন্দা-জুগিন্দা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী তাদের দীর্ঘদিনের ভোগান্তি ও দাবির বিষয়গুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন। মানববন্ধে বক্তব্য রাখেন জামরুল ইসলাম, শামসুদ্দিন, আব্বাস আলী, নাসির উদ্দিন ও রাশিদুল ইসলামসহ বাহাগুন্দা গ্রামের অনেক ভুক্তভোগী গ্রামবাসী।
বক্তারা বলেন, বাহাগুন্দা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সব ভোটার দীর্ঘদিন ধরে গাংনী উপজেলার অন্তর্ভুক্ত থাকলেও তাদের বসতবাড়ি ও বিভিন্ন জমিজমার মৌজা সদর উপজেলার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছিলো। বিষয়টি বুঝতে স্থানীয়রা বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়। অভিযোগ আমলে নিয়ে তারা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন যাতে এই ভোগান্তি সৃষ্টি না হয়। কিন্তু সাম্প্রতি আবারও তাদেরকে মেহেরপুর সদরের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ কারণে ভূমি অফিস, নামজারি, খাজনা প্রদান, মামলা-মোকদ্দমাসহ নানা প্রশাসনিক কাজে এখন তাদের সদর উপজেলায় যাতায়াত করতে হবে, যা অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও জানান, ইতোমধ্যে বাহাগুন্দা গ্রামের ২০ টি পরিবারকে সদর উপজেলার ইসলামনগর গ্রামের সঙ্গে যুক্ত দেখানো হচ্ছে। এর ফলে বাহাগুন্দার সঙ্গে দীর্ঘদিনের সামাজিক, ধর্মীয় ও পারিবারিক সম্পর্ক ছিন্ন হয়ে নতুন এক সমাজব্যবস্থার সঙ্গে তাদের জোরপূর্বক মিশে যেতে হচ্ছে। যাদের আগে সদর উপজেলার ওই এলাকার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, এখন তাদেরই সেখানে সকল কাজকর্মে যেতে বাধ্য করা হচ্ছে, যা চরম মানবিক ভোগান্তির সৃষ্টি করেছে।
বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বাহাগুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এতদিন বাহাগুন্দা নামেই পরিচালিত হয়ে আসলেও মৌজা ও প্রশাসনিক সীমানা পরিবর্তনের কারণে বিদ্যালয়টির নাম পরিবর্তিত হয়ে ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে যেতে পারে। এতে বাহাগুন্দা গ্রামের দীর্ঘদিনের ঐতিহ্য, পরিচয় ও প্রশাসনিক স্বীকৃতি হারিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসী আরও জানান, এই ভোগান্তির স্থায়ী সমাধানের লক্ষ্যে তারা গেজেট বাতিলের দাবিতে ইতোমধ্যে আদালতে মামলা দায়ের করেছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন প্রথম দিকে অগ্রসর হচ্ছিল বলেও তারা জানান। কিন্তু হঠাৎ করেই গ্রামবাসীকে কিছু না জানিয়ে গেজেট বাতিল না করার মতো একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, যা তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
বক্তারা অভিযোগ করে বলেন, কোনো ধরনের গণশুনানি ছাড়াই বাহাগুন্দা মৌজার গুরুত্বপূর্ণ ১-১২৫৬ আর এস দাগ নবগঠিত ৯৭ নং মৌজায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে তাদের জমির মালিকানা, দখল ও ভবিষ্যৎ নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
মানববন্ধন থেকে অবিলম্বে বিতর্কিত গেজেট বাতিল, নতুন করে গণশুনানির মাধ্যমে এলাকাবাসীর মতামত গ্রহণ এবং সকল ভূমি সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি জানানো হয়।
দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারী গ্রামবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *