মাখালডাঙ্গায় অ্যাড. রাসেলের গণসংযোগ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও কুশলবিনিময় করেন। গতকাল রবিবার দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে জনগনের সাথে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য মতবিনিময় করেন।
গণসংযোগকালে অ্যাডভোকেট রাসেল বলেন, জামায়াতে ইসলামী জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহভীতির ওপর প্রতিষ্ঠিত ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার রাজনীতি ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, ক্ষমতায় এলে এমন একটি সমাজ গঠন করা হবে, যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবার অধিকার সুনিশ্চিত থাকবে। শিক্ষিত তরুণদের বেকার থাকতে হবে না, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমজীবী মানুষ পাবে পরিশ্রমের সম্মান। নারী সমাজের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে।
মাখালডাঙ্গা ও হানুরবাড়াদী গ্রামে গণসংযোগের সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাজিবুল ইসলাম, উপজেলা অফিস সম্পাদক মো. আশির উদ্দীন, মাখালডাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মহসিন আলী, সেক্রেটারি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, ইউনিয়ন টিম সদস্য অ্যাডভোকেট বিলাল হোসাইনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *