দর্শনা অফিস
মরমী সাধক আফতাব শাহর স্মরণে দর্শনায় শুরু হওয়া ২৬তম তীরধান দিবস ও চার দিনব্যাপী লোকসংস্কৃতি বাউল মেলার তৃতীয় দিন অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় আকন্দবাড়িয়া বাউল পরিষদের আয়োজন ও ব্যবস্থাপনায় মেলার মূল মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলার মাঠজুড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, হাডুডু ও মোরগ লড়াইসহ লোকজ আয়োজন দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় মুখর করে তোলে। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ হাজারো উৎসুক মানুষ এসব খেলা উপভোগ করতে মেলায় ভিড় জমায়।
আলোচনা সভায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার, মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলম মানি খন্দকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব সাজেদুর রহমান মিলন ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন।
বক্তারা বলেন, আকন্দবাড়িয়া বাউল পরিষদ প্রতিবছর নিয়মিতভাবে এই আয়োজনের মাধ্যমে বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে, যা বর্তমান সময়ে অত্যন্ত প্রশংসনীয় ও বিরল উদ্যোগ। এই মেলায় বাউল সংগীত, যারি গান, যাত্রাপালা, লাঠি খেলাসহ নানা লোকজ সংস্কৃতির পাশাপাশি রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী স্টল, যা আমাদের শেকড়ের ইতিহাসকে প্রতিনিধিত্ব করে।
আলোচনা সভা সঞ্চালনা করেন আয়োজক কমিটির সভাপতি, বিশিষ্ট বাউল শিল্পী ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান ধীরু। সভা শেষে একই মঞ্চে দর্শনা সাংস্কৃতিক পরিষদের শিল্পীদের পরিবেশনায় বাউল গানসহ বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।



