অবৈধ অনুপ্রবেশ করায় ৬ বাংলাদেশী নাগরিক আটক, মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার সময় ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর মধ্যে ১ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছে। এছাড়া পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

                ৫৮-বিজিবি জানায়, গতকাল শনিবার সকাল ৬ টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর হতে এর নিকট বাঘাডাংগা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

                অপরদিকে গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর এর কাছে বাঘাডাঙ্গা গ্রামে সুবেদার মোস্তাক আহমেদ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সৌরভ ইসলামের বাড়ী খুলনা জেলার তেরখাদা থানার লস্করপুর গ্রামে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *