দামুড়হুদার নাটুদহ হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত  হয়েছে  জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং 

স্টাফ রিপোর্টার 

দামুড়হুদা উপজেলার নাটুদহ হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং । গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকেই নাটুদহ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয় ইত্যাদির শুটিং । অনুষ্ঠান উপভোগ করতে বিকাল থেকে মানুষের ঢল নামে। ঢল সামলাতে প্রশাসনকে হিমশিম খেতে দেখা যায়। অনেকে পাশ না পেয়ে মাঠের বাইরে অবস্থান করে। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের উপস্থাপনায় প্রাণ ফিরে পায় ইত্যাদি অনুষ্ঠানটি।

জানা যায়, ১৯৮৯ সালে প্রথম বাংলাদেশ টেলিভিশনে ইত্যাদি অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এ ম্যাগাজিন অনুষ্ঠানটি। বর্তমানে বাংলাদেশের ৬৪ টি জেলায় এ অনুষ্ঠানটি আয়োজন করার লক্ষ্যে ৫৭ তম স্থানে উঠে এসেছে চুয়াডাঙ্গার নাম। তারই ধারাবাহিকতায় গতকাল চুয়াডাঙ্গা জেলার নাটুদহ হাজারদুয়ারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইত্যাদির শুটিং  অনুষ্ঠিত হয়। 

এর আগে বিকাল ৪টা থেকেই স্থানীয় লোকজন ও আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হাজির হন। পরে বিকাল ৫টা থেকে আসন গ্রহণের জন্য  প্রবেশ করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটি ৬টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও নানান জটিলতায় তা ৭টায় শুরু হয়। অনুষ্ঠানে দর্শকপর্ব, নৃত্য, নাটিকা ও গান পরিবেশনা করা হয়। আমন্ত্রিত অতিথি ব্যতীত নির্দিষ্ট স্থানের বাইরে থেকেও শত শত দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, সহকারি কমিশনার এস এম আব্দুর রউফ শিবলু, আলাউদ্দিন আল আজাদ, আবদুল্লাহ আল নাঈমসহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *