স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চুয়াডাঙ্গা সনাতনী সম্প্রদায়ের আয়োজনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে এই প্রার্থনা অনুষ্ঠিত হয়। বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক কিংকর কুমার দে-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনিত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ।
এসময় তিনি বলেন, ‘আজকে আমরা আমাদের মায়ের জন্য এই প্রার্থনার আয়োজন করেছি। বাংলাদেশ যখন স্বাধীনতার ডাক দিয়েছিলো, তখন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মুসলিম সকলেই ঝাঁপিয়ে পড়েছিলো দেশ স্বাধীন করতে। আজকে যার জন্য প্রার্থনা করা হচ্ছে, তিনি শুধু দেশনেত্রী নয়, তিনি একজন দেশপ্রেমীও বটে। তাকে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় দেশ থেকে বের করার চেষ্টা করেছে, কিন্তু তিনি সবসময় একটি কথায় বলেছেন, “এই দেশ আমার, আমাকে মেরে ফেলেন, এই বাংলাদেশের মাটিতেই আমাকে দাফন করেন, তবুও আমি এই দেশ ছেড়ে যাবো না।”
তার সন্তান, বেটার বউ, নাতি-নাতনি কেউ তার কাছে থাকে না। তিনি একাকী জীবনযাপন করছেন। তাকে বারবার দেশের বাইরে যাওয়ার ব্যাপারে বলেও তিনি যাননি। তিনি দেশের মানুষকে এবং দেশকে কতটা ভালোবাসেন, একটাবার ভাবুন। সেই জায়গা থেকে আমরা আমাদের মায়ের জন্য প্রার্থনা করব। যে যেই ধর্মের হোন না কেন, সকলে স্ব স্ব ধর্মে আমাদের মায়ের জন্য প্রার্থনা করি। সৃষ্টিকর্তা যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়।’
প্রার্থনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক সুরেশ কুমার আগরওয়ালাসহ আরও অনেকে। এসময় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীগণ রাধা মাধবের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রার্থনা করেন। প্রার্থনা পরিচালনা করেন বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের পুরোহিত প্রহ্লাদ চক্রবর্তী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব সুমন পারভেজ খান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, জেলা মৎসজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জয়ন্ত কুমার সিংহ রায়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক উৎপল কুমার বিশ্বাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পবিত্র কুমার আগরওয়ালা, বড়বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি সুরেশ কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার কোষাধ্যক্ষ পলাশ কুমার সাহা, চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, চুয়াডাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক রাজেশ কুমার পাল, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ নিমাই সাহা, শ্যামল নাথ, শংকর দে, অম্লান দাসসহ সনাতন সম্প্রদায়ের মানুষজন।
চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনায় শরীফুজ্জামান



