দর্শনা অফিস
দামুড়হুদা উপজেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট দর্শনা পৌর শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দর্শনা মুক্ত দিবস উপলক্ষে এবং বন্দর ইজারা বাতিলের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল ৫টায় দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবাজারস্থ শাহারিয়ার শুভ মুক্ত মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দর্শনা শাখার সাধারণ সম্পাদক এ কে এম রবিউল আলম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম বাবু, সিপিবি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাসদ জীবননগর উপজেলা সভাপতি আব্দুর রশিদ, দামুড়হুদা উপজেলা সভাপতি সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আব্দুল বাশার, বদরুল আলম ফিটুট, বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা সভাপতি ডা. শরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দর্শনা মুক্ত দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং এলাকার স্বার্থরক্ষায় বন্দর ইজারা বাতিলসহ বিভিন্ন দাবি তুলে ধরেন



