দামুড়হুদায় অবৈধ ভাবে জৈবসার মোড়কীকরণ করে বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

স্টাফ রিপোর্টার

দামুড়হুদার জয়রামপুরে অবৈধভাবে জৈবসার মোড়কীকরণ করে বাজারজাত করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকালবুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে  উপজেলারজয়রামপুর শেখ পাড়ায় রিভন ট্রাইকোডার্মা কম্পোস্ট জৈব সার কারখানার মালিক আনোয়ারুলইসলামকে  ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলাসহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান এই জরিমানাকরেন।  আনোয়ারুল ইসলাম জীবননগর উপজেলারউথলী গ্রামের রবিউল হকের ছেলে।                ভ্রাম্যমানআদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখ পাড়ায় রিভন ট্রাইকোডার্মাকম্পোস্ট জৈব সার নামে প্রতিষ্ঠানটি সরকারের প্যাকেটজাত ও মোড়কীকরণ আইনের  কোন অনুমোদন না নিয়ে অবৈধভাবে মোড়কীকরণ করেবাজারজাত করে আসছিল। যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সেকারণে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর১২ ( ৩) ধারা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আনোয়ারুল ইসলামকে ১০ টাকা জরিমানাকরা হয়েছে।                এসময়ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ্,দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি টিম। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *