স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইটভাটায় শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন। সোমবার সকাল ৭টা থেকে তিনি ওসমানপুর, ভোদুয়া ও জামজামি এলাকার বেশ কয়েকটি ইটভাটা ঘুরে শ্রমিকদের কাজের পরিবেশ, পারিশ্রমিক ও অন্যান্য সমস্যার কথা শোনেন এবং আসন্ন নির্বাচনে তাদের সমর্থন চান।
গণসংযোগকালে অ্যাড. রাসেল বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শ্রমিকরা। তাদের কঠোর পরিশ্রমেই শহর-গ্রামের উন্নয়নের ভিত্তি তৈরি হয়। তবুও তারা ন্যায্য পারিশ্রমিক, নিরাপত্তা ও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। তিনি আরও জানান, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা সুবিধা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জামায়াতের অঙ্গীকার।
তিনি আশ্বাস দিয়ে বলেন, ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার আদায়ে এবং জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। শ্রমিকদের মাথা উঁচু করে বাঁচার অধিকার আমরা নিশ্চিত করব।
এদিকে সোমবার বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর খাসকররা রায়সার বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
অনুষ্ঠানে জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক, আলমডাঙ্গা উপজেলা সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, গাংনী আসমানখালী সাংগঠনিক থানার কর্মপরিষদ সদস্য শাহজাহান মিয়া, জামজামি ইউনিয়ন আমীর ফজলুল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



