হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হিজলগাড়ী প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু পক্ষ থেকে বিদ্যালয়ের প্রাঙ্গণে ৬ ষষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির সকল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান মাষ্টারের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম যুদ্ধ, বিশেষ অতিথি ছিলেন- দর্শনা থানা বিএনপির সদস্য সচিব সাজেদুর রহমান মিলন।

আরো উপস্থিত ছিলেন, নবগঠিত নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ৪ নংওয়ার্ড বিএনপি সভাপতি জসিম উদ্দিন, যুবদলের নেতা মিজানুর রহমান। বিদ্যালয়ের অভিভাবক সদস্য জিল্লুর রহমান।

আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সাজেদুর রহমান, বিপুল হোসেন, মাজহারুল ইসলাম, নজরুল ইসলাম এবং অন্যান্য শিক্ষক, কর্মচারীসহ শিক্ষার্থীরা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি উপস্থাপনয় ছিলেন সহকারী শিক্ষক মাসুদ রানা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *