আলমডাঙ্গার লালব্রিজ এলাকায় ভাই ভাই ট্রেডার্সে দুঃসাহসিক চুরি

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা হাটবোয়ালিয়া সড়কের লালব্রিজ এলাকায় অবস্থিত মেসার্স ভাই ভাই ট্রেডার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে দোকানের পিছনের দিক দিয়ে টিন কেটে প্রবেশ করে চোরচক্র। চোর দোকানের সিসি ক্যামেরার মেমোরিকার্ড, সিনজেনটা ও বায়ার কোম্পানির কিটনাশকসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

প্রতিষ্ঠানের মালিক সুজন আলী জানান, বুধবার গভীর রাতে চোরেরা টিন কেটে ভেতরে প্রবেশ করে। দোকানের মধ্যে বোর্ডের পাটিশন ভেঙ্গে প্রথমেই দোকানের সিসি ক্যামেরা বন্ধ করে দেয় এবং মেমোরি কার্ড খুলে নিয়ে যায়। এরপর দোকানে থাকা সিনজেনটা ও বায়ার কোম্পানির প্রায় ৬০ হাজার টাকা মুল্যের কিটনাশক এবং ড্রয়ার ভেঙে প্রায় ১২ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরচক্র।

তিনি আরও জানান, কয়েক মাস আগেও তার দোকানে একই জায়গায় টিন কেটে ওই দুই কোম্পানির কিটনাশক চুরি হয়েছিল। এবিষয়ে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *