চুয়াডাঙ্গায় জেলা যুবদলের উদ্যোগে বিএনপি

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শরীফুজ্জামান শরীফের পক্ষে ধানের শীষের প্রচারণা মিছিল করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের কোর্ট মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কোর্ট মোড়ে এসে শেষ হয়। পুরো মিছিলজুড়ে নেতাকর্মীদের স্লোগানে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মিছিলটি কোর্ট মোড় থেকে শুরু হয়ে ভি জে. স্কুলের সামনে দিয়ে চৌরাস্তা মোড়ে, সেখান থেকে নিউমার্কেট এলাকা অতিক্রম করে জেলা শিল্পকলা একাডেমির সামনে ঘুরে আবার কোর্ট মোড়ে পৌঁছায়। এতে বিভিন্ন স্তরের যুবদল নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।

মিছিল শেষে নেতাকর্মীরা বলেন, চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আজকের এই মিছিল তারই প্রমাণ। জনগণ ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে প্রস্তুত। এই নির্বাচন শুধু একটি প্রার্থী নয়, জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই। যুবদল মাঠে আছে, থাকবে। প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেব ধানের শীষের বার্তা। গণসংযোগে মানুষের সাড়া দেখে আমরা আশাবাদী। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত। তরুণদের ভোটাধিকার রক্ষার এই আন্দোলনে কাউকে ভয় পাই না। অবহেলিত ও বেকার যুবসমাজকে বাঁচাতে পরিবর্তনের কোনো বিকল্প নেই। দেশকে স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সহ-সভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, পল্লী বিষয়ক সম্পাদক মো. সাইদ, সদস্য মো. উজ্জ্বল।

এছাড়া সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্য সচিব ইমরান মহলদার রিন্টু, যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম কাজল ও হাফিজুর রহমান হ্যাপি, সদর উপজেলা যুবদলের সদস্য আব্দুর রশিদ, টুটুল হোসেন, মিনারুল ইসলাম, আনারুল মেম্বার, সেলু বিশ্বাস, পৌর যুবদলের পক্ষ থেকে অংশ নেন সদস্য সচিব আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক লালন সরদার এবং পৌর যুবদলের সদস্য মো. শামীম ও মো. লাল্টু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *