চুয়াডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

সভায় কৃষকদের বেশি পরিমাণ সার ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়। সেই সাথে কৃত্তিম সার সংকট দেখানো বন্ধে সার ডিলারদের  হুঁশিয়ারি দেয়া হয় সভায়। এছাড়া অনিয়মের অভিযোগে যে সকল সার ডিলার মালিকেরা জড়িত তাদের সার ও বীজ ডিলার লাইসেন্স বাদ দেয়া হবে। কৃষকদের মাঝে পর্যাপ্ত সার সরবরাহ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার  জানায়, চলতি মাসে জেলায় ইউরিয়া সারের মজুদ রয়েছে ৩ হাজার ৮৪২ মেট্রিক টন, টিএসপি সারের মজুদ রয়েছে ৩ শত ৬০ মেট্রিক টন, ডিএপি সারের মজুদ রয়েছে ৬ শত ২০ মেট্রিক টন এবং এমওপি সারের মজুদ রয়েছে ১ হাজার ৫২৭ মেট্রিক টন।

সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রতি কেজি সারে সরকার ভর্তুকি দেয়। ১ কেজি ডিএপি সারে সরকার ৮৪ টাকা ভর্তুকি দেয়। কৃষকরা না বুঝে জমিতে বেশি পরিমাণ সার প্রয়োগ করে এটি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর। প্রত্যেকটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসারের নিকট থেকে ভালোভাবে কৃষকরা বুঝে জমিতে সার প্রয়োগ করবে । সার ডিলারদের মনে রাখতে হবে যে, অতিরিক্ত লাভের জন্য অধিক পরিমাণে সার কৃষকের নিকট বিক্রয় করা যাবে না। তিনি আরো বলেন, কেউ সার অবৈধভাবে বিক্রয় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চোরাই ভাবে সার বিক্রয় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যে চোরাই সার বহন করবে তাকে আটক করে সার বিক্রয়কারীর তথ্য নিতে হবে। পরবর্তীতে সেই সার ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিক উজ জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, কুষ্টিয়া বিএডিসি অফিসের যুগ্ন পরিচালক (সার) উসমান গণি, উপপরিচালক (বীজ) আশরাফুল আলম,  সদর উপজেলা কৃষি অফিসার আনিসুর রহমান, আলমডাঙ্গা কৃষি অফিসার মাসুদুর রহমান পলাশ, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, জেলা বীজ প্রত্যায়ন অফিসার নুরুল ইসলাম, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন(বিএফএ) চুয়াডাঙ্গা জেলা শাখার  সভাপতি আকবার আলী ও সাধারণ সম্পাদক আব্দুল বারী এবং বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

এদিকে এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে এনজিও বিষয়ক সম্বন্বয় সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা আইসিটি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সাথে সমন্বিত উন্নয়ন তৎপরতা, ডিজিটাল সেবা সম্প্রসারণ সুশাসন প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় জেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টার সভাপতি মোঃ আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনসহ জেলার সকল ইউডিসি পরিচালকগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *