স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছে। গত বুধবার সীমান্তে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
গত বুধবার রাত ৯টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭১/এমপি এর নিকট সন্তোষপুর গ্রামে হাবিলদার সঞ্জয় কুমার সিংহ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন রাত ৯টার দিকে নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৪/এমপি এর নিকট রাঙ্গেরপোতা গ্রামে হাবিলদার শিশির কুমার হালদার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।



