জীবননগরে ৮ দফা বাস্তবায়নে নার্সদের মানববন্ধন

তারিকুর রহমান, জীবননগর অফিস

জীবননগর হাসপাতালে কর্মরত নার্সরা আট দফা দাবিতে হাসপাতাল গেটের সামনে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৪৮ বৎসরের ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টার প্রতিবাদে এবং আশ্বাস প্রদানের ১৪ মাসেও বাস্তবায়ন না হওয়া দাবীগুলো বাস্তবায়নের দাবীতে  বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) জীবননগর উপজেলা শাখার পক্ষ হতে মানববন্ধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সুপার ভাইজার সিনিয়র স্টাফ নার্স রানু খাতুন, সেলিনা খাতুন, রুপালি খাতুন, মিডওয়াইফ  ববিতা খাতুন, মিডওয়াইফ শান্তনি খাতুন, সিনিয়র স্টাফ নার্স সেলিনা খাতুন, মোছাঃ সেলিনা খাতুন (২) সুরাইয়া খাতুন, মোছা: নাসরিন আখতারী, নাসিমা খাতুন, রেক্সেনা খাতুন প্রমুখ। নার্সরা বলেন, তাদের দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। ৩০ নভেম্বর কালো ব্যাজ ধারণ করে দুই ঘন্টাব্যাপি প্রতীকী শাট-ডাউন এবং ২ ডিসেম্বর থেকে দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাট ডাউন পালন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *