আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন

আলমডাঙ্গা অফিস

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে

গার্ড অব অনার শেষে  দাফন করা হয়। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। গত বুধবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।খোরদ গ্রামের মৃত দুদ বিশ্বাসের ছেলে মুক্তিযোদ্ধা  আব্দুল কুদ্দুস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বাড়ির পাশে একটি মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস টিম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায়  সম্মাননা প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানের সময় সালাম প্রদর্শন করেন আলমডাঙ্গা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বসু। জানাজা নামাজে  উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আব্দুল মান্নান খোশদেল আলম, শৈয়ব উদ্দিন আব্দুল মান্নান, মারফত আলীসহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ,  ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সুহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *