মেহেরপুর-১ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির গণজমায়েত

মেহেরপুর অফিস:

মেহেরপুর-১ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে জেলা বিএনপির আয়োজনে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের ড. শহীদ সামছুজ্জোহা পার্ক প্রাঙ্গণে এ সমাবেশে জেলা, সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান।

বক্তব্যে তিনি বলেন, মেহেরপুর-১ আসনে যেভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে, তা দলীয় জনমত ও মূল্যবোধের পরিপন্থী। আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। অন্যথায় জেলা বিএনপি আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, বর্তমানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার কারণে যদি কোনো অনাকাক্সিক্ষত ‘এক্সিডেন্ট’ বা পরিস্থিতির অবনতি ঘটে, তার দায়ভার জেলা বিএনপি নেবে না।

গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও সমাবেশে যোগ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *