দর্শনা অফিস
দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর ও উজলপুর সড়কে ডাকাতি করতে গিয়ে জনগণের হাতে আটক হয় এক ডাকাত। গতকাল শনিবার ভোর ৫টার দিকে সংঘটিত একটি ডাকাত চক্র ডাকাতি কালে স্থানীয়দের সাহসিকতার কারণে ব্যর্থ হয়। ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, সোনার গয়না, মোবাইল ও ল্যাপটপ লুট করার চেষ্টা করলে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাত দলের এক সদস্যকে আটক করে এবং পরে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃত ডাকাত রাজু (২৮) সদর উপজেলার বেলগাছি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তার কাছ থেকে একটি দেশি অস্ত্র, নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। বাকিরা কৌশলে পালিয়ে যায়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুলতান মাহমুদ জানান, রাজু পেশাদার চোর এবং পূর্বেও বিভিন্ন চুরি ও ডাকাতি মামলায় জড়িত।
এদিকে, উজলপুর ও পার্শ্ববর্তী এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহের মধ্যে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ ঘটনায় রাত ১টা থেকে ২টার মধ্যে উজলপুর গ্রামের তিনটি বাড়ি থেকে ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করেছে। এর মধ্যে মুনছুর মন্ডলের ছেলে রবিউল ইসলামের বাড়ি থেকে নগদ ২৮ হাজার ৩শত টাকা ও বিভিন্ন সামগ্রী, আমিনুলের ছেলে রফিকুলের বাড়ি থেকে নগদ ১২ হাজার ৫শত টাকা ও মোবাইল ফোন লুট হয়। এছাড়াও মহরম আলীর বাড়ি থেকে নগদ ৬শত টাকা ও স্মার্টফোন লুট ডাকাতি করে।
পুলিশ সূত্রে জানা যায়, এই তিনটি ডাকাতির ঘটনায় সুমন নামের একজনকে সন্দেহ করা হচ্ছে। তিনি পূর্বেও ডাকাতি মামলার আসামী এবং তাকে আটক করতে পুলিশ কয়েকবার অভিযান চালিয়েছে।



