আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় গণসংযোগকালে শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার


আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ধানের শীষের পক্ষে গণসংযোগ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় ভাংবাড়িয়া ইউনিয়নে খোড়দ ৭ নং ওয়ার্ড থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করা হয়। খোড়দ থেকে শুরু করে মো: শরীফুজ্জামান শরীফ ইউনিয়নটির ভোগাইল বগাদী এবং মহেশপুর গ্রামসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিবিড় গণসংযোগ ও পথসভা চালান।
পথসভায় প্রধান অতিথি মো: শরীফুজ্জামান শরীফ সাধারণ মানুষ এবং উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি জনগণের অধিকার পুনরুদ্ধার এবং ৩১ দফার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরে বলেন, ‘আমার ভাংবাড়িয়া ইউনিয়নের সংগ্রামী ভাই ও বোনেরা, খোড়দ থেকে মহেশপুর পর্যন্ত আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে, চুয়াডাঙ্গায় ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আপনারা জানেন, এই ভোট কোনো প্রতীক বা ব্যক্তি পরিবর্তনের ভোট নয়, এটি আপনাদের ‘গণতান্ত্রিক অধিকার’ ফিরিয়ে আনার ভোট। প্রশাসন বা অন্য কোনো শক্তির ভয়কে জয় করে আপনারা অবশ্যই ভোটের মাঠে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবেন।’
তিনি বলেন, আমরা জানি বর্তমান সরকারের অপশাসনে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না। যুবকেরা বেকার এবং দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। আমাদের নেতা তারেক রহমান সেই কারণেই আপনাদের মুক্তির জন্য ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দিয়েছেন। এই রূপরেখা আপনাদের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির দলিল। ৩১ দফায় আমরা অঙ্গীকার করেছি কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হবে, এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, যাতে কেউ অন্যায়ভাবে সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করতে না পারে।’
গণসংযোগকালে মো: শরীফুজ্জামান শরীফের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার জাহান ঝন্টু, হাফিজ উদ্দিন হাবলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সাধারণ সম্পাদক আতাউল হুদা, যুগ্ম সম্পাদক তুহিন হুদা, সাংগঠনিক আব্দুল মাবুদ, যুবদল নেতা সেলিম, আবুজার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন, এবং সাধারণ সম্পাদক আসিফ হুদা সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *