দামুড়হুদায় ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দামুড়হুদা অফিস

দামুড়হুদার ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষা-খেলাধুলা-সংস্কৃতির সমন্বয়ে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দিনব্যাপী আয়োজন ছিল রঙিন ও প্রাণবন্ত।

          অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। শিক্ষার্থীদের পরিবেশনায় কেরাত, গজল, হামদ-নাত, একক ও দ্বৈত নাচ, দলীয় নৃত্য পরিবেশিত হয়। আকর্ষণীয় কৌতুক পরিবেশনাও দর্শকদের দারুণভাবে হাসিয়েছে। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থাপনায় পুরো মাঠে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

          ক্রীড়া প্রতিযোগিতায় ছিল শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক নানা আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী খেলার ইভেন্ট। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থীরা উচ্ছ্বসিত অংশগ্রহণ করেন।

          ব্র্যাকের জেলা সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিয়ান রুগার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন নাহার, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজোহা পলাশ, সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল এবং প্রেসক্লাবের সদস্য শেখ হাতেম আলী।

          মাহামুদুল হাসান ও ফারিয়া আক্তার সুমনার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য বুলবুল আহমেদ, ইফতেখারুল ইসলাম বাদশা, ব্র্যাকের বিভিন্ন কর্মকর্তাসহ শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

          দিনব্যাপী আয়োজিত বিভিন্ন ইভেন্ট শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *