স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৫ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি পৃথক ৩টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন শিশু ও ৩ জন নারী রয়েছে। এছাড়া অপর একটি অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৯/এম এর নিকট চারাতলাপাড়া গ্রামে হাবিলদার মোঃ শহর আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩২০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৪-আর এর কাছে চাপাতলা গ্রামে হাবিলদার মোঃ মনোয়ার হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৪ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন নারী, ২ জন শিশু ও ১ জন পুরুষ। আটক পুরুষ হরলাল হাওলাদার (৪২), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাসিন্দা। এদিকে একই দিন সকাল ৬টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর এর কাছে খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ৫ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ৩ জন শিশু। আটক পুরুষ নিত্য মজুমদার (৪৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বাসিন্দা। একই দিন সকাল সাড়ে ৬টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৮-আর এর নিকট পলিয়ানপুর গ্রামে হাবিলদার মনিরুজ্জামান সিকদার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু। আটক পুরুষ সদস্যরা হলো গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাহুথড় গ্রামের জগবন্ধু সিকদার (৭৪, অনুপম সিকদার (৩৭), গৌরাঙ্গ সিকদার (৩৯), ও মহাটালী গ্রামের হরষিৎ বালা (৫৭)। আটককৃতদের মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে। ন



